| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল ‘বিত্তবানসহ সকলকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে’


‘বিত্তবানসহ সকলকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে’


রহমত নিউজ ডেস্ক     12 August, 2023     07:52 PM    


বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, চট্রগ্রামে বন্যার পানিতে মানুষ বন্দী। মানুষের চলা ফেরা স্বাভাবিক জীবন যাপন মহাকষ্টে অতিবাহিত করছে। সরকারের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা তেমন দেখা যাচ্ছে না। দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে তা দেশের মানুষ বিশ্বাস করছে না। সুতরাং নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক কারাগারে বন্দী রয়েছে। মামুনুল হক সহ কারাবন্দী আলেমদের দ্রুত মুক্তি দিন অন্যথায় দেশের মানুষ রাজপথে নামতে বাধ্য হবে এবং মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। আয়ের সঙ্গে ব্যয়ের কোনো সমন্বয় নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। সুতরাং জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে। 

শনিবার (১২ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নূর, যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবু সাঈদ নোমান, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মুফতি ওযায়ের আমীন, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নির্বাহী সদস্য  মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী,  ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী প্রমুখ।